লিপইয়ারের দিনে বালুরঘাটে জন্ম ১৩ টি শিশুর। হাসপাতালে গিয়ে মায়েদের শুভেচ্ছা চকভৃগুর আইসিডিএস কর্মীর
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ মার্চ ———- ২৯ ফেব্রুয়ারী দিনটির কথা কখনো ভেবেছেন ? প্রতি চারবছর অন্তর ফেব্রুয়ারী মাসে ফিরে আসে এই একটি বাড়তি দিন। যে বছরকেই লিপইয়ার বলা হয়। কিন্তু এইদিনে যারা জন্মগ্রহণ করে তাদের জন্মদিন কিভাবে পালন হবে? ঠিক এই গুরুত্বপূর্ণ ভাবনাটিকে চিন্তা করে বালুরঘাট হাসপাতালের সদ্যজাত ১৩ টি শিশুকে উপহার দিয়ে সংবর্ধনা জানান চকভৃগুর বাসিন্দা পেশায় আইসিডিএস কর্মী সুদীপ্তা সরকার। শুক্রবার সকালে ২৬ টি প্যাকেটে মোড়ানো শিশুদের জামাকাপড় নিয়ে সশরীরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন ওই আইসিডিএস কর্মী। এরপর হাসপাতাল কতৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করে সদ্যোজাত শিশুর মায়েদের হাতে দুটি করে পোশাক তুলে দিয়েছেন তিনি। একইসাথে শুভেচ্ছা জানিয়েছেন এই বিশেষ দিনটিতে তাদের সন্তান প্রাপ্তি নিয়েও। যদিও ওই আইসিডিএস কর্মীর দাবি, একজন মা হিসাবে বিশেষ দিনটিতে জন্ম নেওয়া ওই ১৩ টি শিশুকে দেখতেই হাসপাতালে এসেছিলেন তিনি, আইসিডিএস কর্মী হিসাবে নয়।
সুদীপ্তা সরকার বলেন, সকলেরই প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে জন্মদিন পালন করা হয়। কিন্তু এই ১৩ টি শিশু এমন একটি দিনে জন্মগ্রহণ করেছে যাদের জন্মদিন প্রতি চারবছর পর ফিরে আসবে। তাই সেই সমস্ত শিশুর জন্মদিনটিকে বিশেষ ভাবে স্মরনীয় করে রাখতেই এমন ভাবনা তার।