সবুজ রক্ষার বার্তা দিয়ে বালুরঘাটের পুলিশ ব্যারাকে ফলের চারা রোপণ পুলিশ সুপারের

0
197

সবুজ রক্ষার বার্তা দিয়ে বালুরঘাটের পুলিশ ব্যারাকে ফলের চারা রোপণ পুলিশ সুপারের। উদ্বোধন সিভিক রেস্ট রুমের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ মার্চ ——– পুলিশ ব্যারাকে ড্রাগন ফলের চারা রোপণ করে সবুজ রক্ষার বার্তা পুলিশ সুপারের। শুক্রবার সকালে বালুরঘাট থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভারম্ভ করেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। মূলত গাছ লাগান প্রাণ বাচান এই শ্লোগান সহ সবুজ রক্ষার একাধিক বার্তা নিয়ে এদিন সকালে বালুরঘাটের পুলিশ ব্যারাকে হাজির হন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। যেখানে সবুজ ফিতে কেটে মিলেট শস্য ও ড্রাগন ফলের বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। শুধু তাই নয়, ড্রাগন ফলের চারাও রোপন করতে দেখা যায় তাকে। একইসাথে বালুরঘাট থানায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি রেস্ট রুমেরও উদ্বোধন করেন তিনি। যেখানে বেশকিছু সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন।

বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা বলেন, মিলেট জাতীয় শস্যের গুরুত্ব বোঝাতে এবং সবুজ রক্ষার বার্তা দিতেই পুলিশ সুপারের হাত দিয়ে এমন উদ্বোধন অনুষ্ঠান।

জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, সিভিকদের রেস্ট রুমের আনুষ্ঠানিক উদ্বোধন, হারিয়ে যাওয়া মোবাইল ফেরত সহ বেশকিছু কর্মকান্ডে এদিন হাজির হয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here