কোচবিহার:-গতকাল বিজেপি সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলা সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই শনিবার তড়িঘড়ি বিশেষ বৈঠক করলেন বিজেপির কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চা । এদিন কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেনের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক শেষে একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন বলেন, সিদ্দিক আলী মিয়া তাদের সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছিল । ইতিমধ্যে জানি একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি তদন্ত করছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার বিরুদ্ধে দল পদক্ষেপ নিতে পারে তাই তার আগেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন । তবে তার এই যোগদানে বিজেপির কোনো রকম ক্ষতি হবে না। বিজেপি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আগামী 15 দিনের মধ্যে নতুন জেলা সভাপতি অথবা কনভেনার করে কোচবিহার শহরে একটি বিশাল মিছিল বের করবে বিজেপির সংখ্যালঘু মোর্চা ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গতকাল বিজেপি সংখ্যালঘু মোর্চার কোচবিহার জেলা সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার...