শিলিগুড়ি:-
লোকসভা নির্বাচনের আগে আবারো শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার।শহর জুড়ে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারে উদ্বেগ বাড়ছে।শনিবার মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে চাঁদমনি এলাকা থেকে বেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার ২।পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদা থেকে একটি বোলেরো গাড়ি করে দুই ব্যক্তি শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে আসছিল।গোপন সূত্রে খবরের ভিত্তিতে সেই এলাকায় ঘাঁটি গেটে বসেছিল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ,সেইমতো সন্দেহের বসে শিলিগুড়ি গেটের সামনে বিকেল পাঁচটা নাগাদ একটি বোলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালালে সেই গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ এক রাউন্ড কার্তুজ।ঘটনাস্থল থেকেই দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।ধৃত ব্যক্তির নাম রাকেশ আলী এবং তোফাজ্জল হোসেন ভীত দুজনেই দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা।ইতিমধ্যে এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃত দুজনকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।