লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো ২১টি পরিবার

0
241

কোচবিহার:- লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো ২১টি পরিবার। শনিবার বিকালে বিজেপির তুফানগঞ্জ মহকুমা কার্যালয়ের পাশে বিভিন্ন দল থেকে বিজেপিতে আসা ২১টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির তুফানগঞ্জের বিধায়িকা তথা ভারতীয় জনতা মহিলা মোর্চার সর্ব ভারতীয় সহ সভানেত্রী মালতি রাভা রায়। বিজেপি নেত্রী মালতি রাভা রায় বলেন, তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ, পরিবারতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়ানোর জন্য দিনের পর দিন সাধারণ মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। আগামীদিনেও আরো বিপুল সংখ্যক পরিবার যোগদান করবেন বলে তিনি আশাবাদী।
বিজেপিতে যোগদান করা বালাভূতের আব্দুল জফ্ফার শেখ বলেন, তৃণমূলের আমলে কোনো সুযোগ সুবিধা আমরা পাই নি। তৃণমূলের নেতারা আমাদের জন্য কিছুই করেন নি। আর তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এদিন বিজেপিতে যোগদান করলাম। এদিনের দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক, বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনার বিমল পাল সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here