জনগর্জন সভার প্রচারে বালুরঘাটে স্কুটি র‍্যালি মহিলা তৃণমূলের। হিলি মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি শেষ হয় শহরের থানা মোড় এলাকায়

0
243

জনগর্জন সভার প্রচারে বালুরঘাটে স্কুটি র‍্যালি মহিলা তৃণমূলের। হিলি মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি শেষ হয় শহরের থানা মোড় এলাকায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ মার্চ : —— জনগর্জন সভার প্রচারে এবারে অভিনব উদ্যোগ মহিলা তৃণমূলের। বুধবার সকালে শহরের হিলি মোড় থেকে ব্রিগেডের সভার প্রচারে একটি স্কুটি র‍্যালি করে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। যে র‍্যালিতে উপস্থিত থেকে সংগঠনের মহিলা সদস্যদের উৎসাহিত করেন জেলা তৃণমূলের মহিলা নেত্রী স্নেহলতা হেমরম। উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ওয়ার্ডের অনান্য মহিলা নেতৃত্বরাও। মুলত ১০ মার্চ কলকাতার ব্রিগেডে আয়োজিত জনগর্জন সভার প্রচারে বের হওয়া এই র‍্যালিটি এদিন শহরের হিলি মোড় থেকে যাত্রা শুরু করে বিশ্বাস পাড়া, থানা মোড় হয়ে ট্যাঙ্ক মোড়ে শেষ হয়।

দক্ষিন দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের জেলা নেত্রী স্নেহলতা হেমব্রম বলেন, জনগর্জন সভার প্রচার করতেই শহরজুড়ে শুধুমাত্র মহিলাদের নিয়ে এই অভিনব স্কুটি র‍্যালিটির আয়োজন করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here