শাসক দলকে পেছনে ফেলে সুকান্তর কেন্দ্রে ভোট প্রচার শুরু করল বিজেপি। তপনে জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে সাইকেল মিছিল বিজেপি নেতা কর্মীদের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ মার্চ —— শাসকদলকে পিছনে ফেলে সুকান্তর কেন্দ্রে ভোট প্রচার শুরু করল বিজেপি। বুধবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে একটি সাইকেল র্যালির আয়োজন করে বিজেপির নেতা কর্মীরা। তপন বিধানসভার সরাইহাট এলাকা থেকে শুরু হওয়া এই সাইকেল র্যালিটি শেষ হয় বিশ্বনাথপুর পর্যন্ত। যে র্যালির পুরোভাগে থেকে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী সহ অনান্য বিজেপি নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট না বাজতেই বালুরঘাট লোকসভা সহ গোটা দেশের বেশকিছু প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। যা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবারে সেখানেই বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়ে নির্বাচনী প্রচার নামে বিজেপি নেতৃত্বরা। ভোট শুরুর আগেই বিজেপির এমন ভোটের প্রচার এবারে লোকসভা নির্বাচনে অনেকটাই এগিয়ে রাখতে সক্ষম হবে বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।
জেলা বিজেপি সভাপতি স্বরুপ চৌধুরী বলেন, তাদের প্রার্থী সুকান্ত মজুমদারের উন্নয়ন মুলক কাজের প্রচার করতেই এদিন সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল।