জলপাইগুড়ি:-
দোল উৎসবের দিনে মর্মান্তিক দুর্ঘটনা।
পথ দুর্ঘটনায় চার বছরের শিশু মৃত্যু।ঘটনায় রণক্ষেত্র জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের আমবাড়ি। ঘাতক গাড়িতে আগুন উত্তেজিত জনতার, চালককে মারধোর। জনতা পুলিশ খণ্ডযুদ্ধ। আহত দুই পুলিশ কর্মী।
পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু এক শিশুর, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় পিকআপ ভ্যানে। চাঞ্চল্য আমবাড়িতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির সামাল দিতে গিয়ে আহত কয়েকজন পুলিশকর্মী। সোমবার ঘটনাটি ঘটেছে আমবাড়ি হাতিমোর রাজ্য সড়কের আমবাড়ি সংলগ্ন ৯নং কলোনি এলাকায়। এই ঘটনায় মৃত ওই শিশুর নাম প্রীতিজিৎ ব্যাপারী ।
জানা গিয়েছে, হাতিমোড়ের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান আমবাড়ি দিকে যাওয়ার সময় ৯ নম্বর
কলোনি এলাকায় রাস্তার পাশে থাকা একটি শিশুকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পরে শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে দাঁড় করায়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সমাল দিতে গিয়ে দুজন পুলিশ কর্মী আহত হন। বিক্ষুব্ধ জনতা গাড়ির চালককে মারধর করে। গুরুত্বর আহত হন গাড়ির চালক। তাকে
উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। ফুলবাড়ির দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।