পানীয় জলের দাবিতে আড়াই ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

0
151

তপনের মালঞ্চা অঞ্চলে পানীয় জলের দাবিতে আড়াই ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের আদিবাসী মহিলাদের। বৃহস্পতিবার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরসুরা গ্রামের আদিবাসী মহিলারা মালঞ্চা অঞ্চলের তেতুলতলা মোড়ে পথ অবরোধ শুরু করেন। তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন এবং নিত্য যাত্রীরা।
গ্রামবাসীদের অভিযোগ, পাড়া জুড়ে কয়েকটি মাত্র মার্ক-২ নলকূপ থাকলেও বহুদিন ধরে সেগুলি বিকল থাকায় সেই নলকূপ জল মেলে না। এদিকে জলের অন্য কোন উৎস নেই গ্রামে । কয়েকশো মিটার দূরে একটি সাব-মার্সিবল থাকলেও সেখান থেকে জল আনতে অনেক দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের। বহুবার বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় তাই প্রতিবাদে এদিন তপন-বালুরঘাট রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের আদিবাসী মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তপন থানার আইসি জন মেরি ভি লেপচা সহ তপন থানার পুলিশ বাহিনী এবং ব্লক প্রশাসনের কর্তারা। অবশেষে প্রশাসনিক কর্তাদের আশ্বাসে আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারী গ্রামবাসীরা। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি স্বাভাবিক হয় যান চলাচল।
এবিষয়ে অবরোধকারীদের মধ্যে এক গ্রামবাসী মনোজ হাঁসদা বলেন, গ্রামের তিনটি মার্ক-২ নলকূপ থাকলেও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। অনেক দূর থেকে জল আনতে হয় আমাদের। যার ফলে বিশেষ করে মহিলাদের চরম কষ্ট করতে হয়। তাই প্রতিবাদে এদিন পথ অবরোধ শুরু করেছি।
এ বিষয়ে তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, বিষয়টি শোনার পর আমরা ব্লক থেকে অফিসারদের পাঠিয়েছিলাম। আপাতত ট্যাঙ্কারে করে জল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে নলকূপ গুলি সচল করার ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here