বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশু বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

0
359

বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশু বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রাধানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠে পাশাপাশি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার ছাত্র ছাত্রীদের করা হয় পুরস্কার বিতরণ।

ছাত্র ছাত্রীদের পড়াশুনায় মনোযোগী করে তুলতে যেমন প্রয়োজন খেলাধুলা ঠিক তেমনি প্রয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি অনুমোদন প্রাপ্ত রাধানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের পড়াশুনায় মনোযোগী করে তুলবার জন্য প্রতি বছরের ন্যায় এবারও করা হলো বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশু বিচিত্রা অনুষ্ঠান। রাধানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা পড়াশুনার পাশাপাশি কে কোন দিক থেকে পারদর্শী সেই দিকগুলি মাথায় রেখে করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিদের বরণ করে ও প্রদীপ প্রজ্জালনের এর মধ্য দিয়ে শুরু করা হয় এই অনুষ্ঠান। রাধানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের দ্বারা বিভিন্ন রকমের নাচ, গান আবৃত্তি ও স্পোকেন ইংলিশ সহ নাটকের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের ও ক্লাসের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সায়ন সরকার ট্যালেন্ট সার্চ পরীক্ষায় জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার হাতেই তুলে দেওয়া হয় পুরস্কার। পুরস্কার পাওয়া ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাধানগর এলাকার স্থানীয়রা সহ ছাত্র ছাত্রীরা সহ অভিভাবক অভিভাবকেরা এদিনের এই অনুষ্ঠান দেখতে ভিড় জমায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ওয়েব সার্কেল এডুকেশন সুপার ভাইজার সুমন কুমার সাহা, ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য হরি প্রসাদ চৌধুরী, প্রাক্তন অভিভাবক রিপন মন্ডল, সহকারী পোষ্ট মাষ্টার মিঠুন হেমব্রম সহ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা।

এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার রূপ কুমার মহন্ত জানিয়েছেন আমাদের ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করে তুলবার পাশাপাশি কোন ছাত্র কোন দিক থেকে পারদর্শী সে দিকটি মাথায় রেখে প্রতি বছরের মত এ বছরও করা হলো বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশু বিচিত্রা অনুষ্ঠান। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রিতে শেখানো হয় স্পোকেন ইংলিশ। এছাড়াও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিষয়ে গঙ্গারামপুর ওয়েব সার্কেল এডুকেশন সুপার ভাইজার সুমন কুমার সাহা জানিয়েছে অল্প সময়ের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ভালো পড়াশুনার মাধ্যম তৈরি হয়ে উঠেছে। প্রায় দুইশো জনের মতো ছাত্র ছাত্রী রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। আমি কামনা করি এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরো ভালো জায়গায় পৌঁছাক। এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে ভীষণ ভালো লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here