তপন,২৮ মার্চ : মন্দিরে পুজো দিয়ে তপনে ভোট প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র।
বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তপন ব্লকের করদহে ভোট প্রচারে যান। দলীয় কর্মীদের নিয়ে দুর্গা মন্দিরে পুজো দেন বিপ্লব বাবু। পুজো শেষে করদহ বাজারে ভোট প্রচার করেন। সেই সঙ্গে তিনি ফিতে কেটে করদহে নির্বাচনী কার্যালয় উদ্ধোধন করেন। কর্মীসভা করে একাধিক বিষয়ে দলীয় কর্মীদের বার্তা দেন। করদহে প্রচার শেষ করে নয়াবাজার হাট খোলায় চা পে চর্চায় হাজির হন। পাশাশাশি গঙ্গারামপুরের করিয়ালে ভোট প্রচার করেন।
করদহ ও নয়াবাজারে ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী,রুপশ্রী,স্বাস্থ্য সাথী,ও দুয়ারের সরকারের মত প্রকল্প গুলি তুলে ধরেন। বিপ্লব মিত্রের সঙ্গে প্রচারে বেরিয়ে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল,তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা ) তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা,আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায়,আরো অনেকে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মন্দিরে পুজো দিয়ে তপনে ভোট প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস...