বামনগোলা: লোক সভা নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই কংগ্রেস। অন্যান্য দল গুলির মতো তারাও নির্বাচনী ময়দানে কোমড় বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন। এদিন উত্তর মালদহের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বামণগোলা ব্লকের জামতলা এলাকায় কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা করলেন খোদ ওই কেন্দ্রের প্রার্থী মোস্তাক আলম। এদিন ওই আলোচনা সভায় দলীয় কর্মী দের মনোবল বৃদ্ধির পশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন উত্তর মালদার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর অন্যান্য দল গুলির মতো তারাও নির্বাচনী ময়দানে কোমড় বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন