রায়গঞ্জ লোকসভা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের সমর্থনে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত কর্মী সম্মেলন। রায়গঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের উপস্থিতিতেই এদিন শহরের নজমু নাট্য নিকেতনে কর্মী সম্মেলনের আয়োজন হয়েছিল।এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জ শহর ও ব্লক সভাপতি তুলসি জয়সোয়াল ও সুজিত দত্ত, সিপিএমের উত্তম পাল, দেবাশীষ পাট্টাদার, ভারতেন্দ্র চৌধুরী মতো বহু বাম-কংগ্রেস নেতৃত্ব এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিন কর্মসূচিতে বিজেপি ও তৃণমূল ছেড়ে বেশি সমর্থক কংগ্রেসে যোগদান করে।কর্মিসম্মেলন শেষে কালিয়াগঞ্জের শ্রীকলোনীতে অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রীয়রঞ্জন দাশমুন্সির পূর্নবয় মূর্তিতে মাল্যদান করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ।