গঙ্গারামপুর শহর এলাকায় মিছিল ও সভা করতে গ্রামগঞ্জ থেকে গাড়ি ভাড়া করে দলীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসল বলে অভিযোগ তৃণমূলের,পাল্টা অভিযোগ বিজেপিরও

0
218

গঙ্গারামপুর শহর এলাকায় মিছিল ও সভা করতে গ্রামগঞ্জ থেকে গাড়ি ভাড়া করে দলীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসল বলে অভিযোগ তৃণমূলের,পাল্টা অভিযোগ বিজেপিরও , একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খোলেন সুকান্ত শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩০ শে মার্চ দক্ষিণ দিনাজপুর। তৃণমূল প্রার্থীর এলাকায় গঙ্গারামপুর শহরের সেইভাবে কোন সমর্থন না পেয়ে বিজেপি গাড়ি ভাড়া করে বাইরের রামগঞ্জের পঞ্চায়েত এলাকা থেকে লোকজন এনে সভা ও মিছিল করল বলে অভিযোগ উঠেছে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে শনিবার বিকেলে শহরে এক মিছিল ও সভা করতে আসেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।তৃণমূলের অভিযোগ, বিজেপি গঙ্গারামপুর শহর এলাকায় পায়ের তলার মাটি সরে গেছে তাই গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনকে গাড়ি ভাড়া করে এনে তৃণমূল প্রার্থী এলাকায় তাদের সংগঠন যে ভালো রয়েছে বলে দেখাতে চাইছে,এতে বিজেপির কোনো লাভ হবে না। শহরের মানুষজন বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।পাল্টা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেন। লোকসভা ভোট ঘোষণা হতেই রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূমিপুত্র বিপ্লব মিত্র গঙ্গারামপুর শহর এলাকায় ইতিমধ্যেই প্রচার সেরে শহরের মানুষজনদের কাছে তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছেন বলে জানা গেছে। সেই সঙ্গে গঙ্গারামপুর পৌরসভা যেমন শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে তেমনি তার ভাই প্রশান্ত মিত্রের হাত ধরে একাধিক উন্নয়নে গঙ্গারামপুর শহরকে ভরিয়ে দিয়েছেন তিনি।তাই মানুষজন বিপ্লব মিত্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতেই সকলে মিলে তাকে ঘিরে অভিনন্দনের বন্যা বইয়েদেন।যেহেতু গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষ গঙ্গারামপুর শহর ও বিধানসভা এলাকায় প্রায় ৩৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন, তাই গত লোকসভা ভোটের মতো এবারও রাজ্যে সভাপতির সভাপতি তথা বালুরঘাটে বিজেপি প্রার্থী শনিবার গঙ্গারামপুর শহরে মিছিল ও সভা করেন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল পথসভা করে। উল্লেখযোগ্য ভাবে দেখা যায় গঙ্গারামপুর শহর এলাকার যে ১৮টি ওয়ার্ড রয়েছে সেই ১৮টি ওয়ার্ডের থেকে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা প্রায় সামান্য দূরেই অবস্থিত। শহরের মানুষজন গঙ্গারামপুর বাস ট্রেন আসলে নিশ্চয়ই বড় কোন গাড়ির প্রয়োজন পড়বে না বলেই অনেকেই তা মনে করেন।কিন্তু উল্লেখযোগ্য ভাবে দেখা যায় সুকান্ত মজুমদারের এদিন শহর এলাকার মিছিল পথসভা করতে প্রচুর পরিবারে গাড়ি গঙ্গারামপুর ফুটবল মাঠে জমায়েত করতে দেখা যায়। জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার তথা গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, শহর এলাকায় বিজেপির পায়ের তলের মাটি নেই। সকলেই জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্রকে লোকসভা ভোটে আশীর্বাদ করবেন এবং এই আসনটি জয়লাভ করা তৃণমূলের সময়ের অপেক্ষা মাত্র।বিজেপি গঙ্গারামপুর শহরে লোক দেখানোর জন্য গ্রাম পঞ্চায়েতের বহু আশপাশের এলাকা থেকে লোকজন নিয়ে এসে শক্তি দেখাতে চাইছে ,আখেরে তাদের কোন লাভই হবে না। যদিও মিছিল ও পথসভা শেষে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুলিশ সজাগ না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবো না।পাশাপাশি তিনি এদিন রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মী ভান্ডারের হাজার টাকার বিষয়ে প্রশ্ন তোলেন।প্রশ্ন তোলেন রাজ্য সরকারের একাধিক কাজকর্ম নিয়ে। বিজেপির এই কর্মসূচিতে সুকান্ত মজুমদার ছাড়াও জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির নেতা মানস সরকার, অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মন্ডল বিজেপি সভাপতি বৃন্দাবন ঘোষ আর অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here