আলিপুরদুয়ার নির্বাচনের পূর্বে একাধিক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকায়। আতংকে এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে এলাকার প্রায় পাঁচটি বাসিন্দার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরমধ্যে কারও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়, আবার কারও বাড়ির পর্দা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পরস্পরের মুখোমুখি তৃণমূল বিজেপি দুই দল।যেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তরফে এরূপ ঘটনা ঘটনানো হয়েছে বলে দাবি করেন আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী মনোজ টিগ্গা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।ঘটনাস্থলে পরিদর্শনে এসে তিনি অভিযোগ করেন, গত পঞ্চায়েত ভোটে এই এলাকায় আমাদেরই পঞ্চায়েত সদস্য হয়েছে। তাই তৃণমূল কর্মী-সমর্থকেরা এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে এবং আমাদের কর্মীদের ভয় দেখাতে এরূপ করেছে।’ মনোজ টিগ্গার পর ঘটনাস্থলে ফালাকাটা বিজেপি বিধায়ক দীপক বর্মন এলে।তাকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগানে শামিল হয় তৃণমূল কর্মী সমর্থকেরা।তাদের দাবি, ‘যাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তারা বিজেপি নয় তৃণমূলেরই সদস্য। বিজেপি নেতৃত্বরা উত্তেজনা ছড়ানোর জন্য ভুয়ো অভিযোগ করছে।আমরাও চাই অভিযুক্ত শীঘ্র গ্রেফতার করা হোক।
তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক জানান কথা না জেনে এমন কমেণ্ট করা উচিত না।