গঙ্গারামপুর,৩১ মার্চ : রবিবার ছুটির দিনে যখন রাজনৈতিক নেতা কর্মীরা ভোট প্রচার নিয়ে ব্যস্ত। সে সময় একটি মনোঞ্জ অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎস সাহিত্য পত্রিকার আ-মারি বাংলা ভাষার দ্বিতীয় সংখ্যা প্রকাশ হল। অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার জানা,সাহিত্যিক ও গল্পকার বিশ্বজিৎ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন কবি অনিল সিকদার,নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোর্তিময় রায়,সাহিত্য উৎস পত্রিকার সম্পাদক ড.গুরুদাস বিশ্বাস,সভাপতি অপূর্ব লাল মজুমদার,সভা কবি রিপ্লাই রায়,প্রচার সম্পাদক ড. বাপ্পা সূত্রধর,অন্যতম কর্মকর্তা অনিল সরকার, পঙ্কজ সরকার,রাসমনি বিশ্বাস,প্রমুখ।
এদিন পাঁচজন সাহিত্যকের কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়। পাশাশাশি জেলার সাত ক্ষুদ্র,পত্র পত্রিকার সম্পাদকদের হাতে স্বর্গীয় অনিল চন্দ্র বিশ্বাস ও স্বর্গীয়া আভারানী বিশ্বাস স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। বর্তমান সময়ে কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও নাচ,গান,কবিতায় জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর একটি মনোঞ্জ অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎস সাহিত্য পত্রিকার আ-মারি বাংলা ভাষার দ্বিতীয় সংখ্যা...