ইডি-সিবি আই নিয়ে সুকান্তর হুমকিকে ভয় পায় না তৃণমূল! মনোনয়নপত্র দাখিল করে সুকান্তর হুমকি-চমকির প্রত্যুত্তর দিল বিপ্লব মিত্র
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ এপ্রিল ——– ইডি-সিবি আই নিয়ে সুকান্তর হুমকি কে ভয় পায়না তৃণমূল! বালুরঘাটে মনোনয়নপত্র জমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সোমবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে প্রবেশ করে মনোনয়ন দাখিল করেন তৃণমূল প্রার্থী। এদিকে দলীয় প্রার্থীর এমন মনোনয়ন পর্বকে ঘিরে বালুরঘাট শহরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কয়েক হাজার তৃণমূলের নেতাকর্মীরা। চলে শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্বদের তরফে ব্যান্ড পার্টি বাজিয়ে সুসজ্জিত মিছিলও। এদিকে মনোনয়ন পত্র জমা করে বাইরে বের হয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া ভাষায় আক্রমণ করেন সুকান্তকে। তিনি বলেন, ইডি সিবি আই নিয়ে সুকান্তর ধমকি- চমকিকে ভয় পায় না তৃণমূল। ৩৪ বছরে বামফ্রন্ট কেও তিনি তোয়াক্কা করেননি। উলটে তারাই হুমকি- চমকি দিতে এসে জেল খেটেছিলেন। খোদ বিজেপির রাজ্য সভাপতি কে উদ্দেশ্য করে তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্রের এমন মন্তব্যে যথেষ্টই উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল অনান্য নেতৃত্বদের মধ্যে।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ এপ্রিল ——– ইডি-সিবি আই নিয়ে সুকান্তর হুমকি কে ভয় পায়না তৃণমূল! বালুরঘাটে মনোনয়নপত্র জমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সোমবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে প্রবেশ করে মনোনয়ন দাখিল করেন তৃণমূল প্রার্থী। এদিকে দলীয় প্রার্থীর এমন মনোনয়ন পর্বকে ঘিরে বালুরঘাট শহরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কয়েক হাজার তৃণমূলের নেতাকর্মীরা। চলে শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্বদের তরফে ব্যান্ড পার্টি বাজিয়ে সুসজ্জিত মিছিলও। এদিকে মনোনয়ন পত্র জমা করে বাইরে বের হয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া ভাষায় আক্রমণ করেন সুকান্তকে। তিনি বলেন, ইডি সিবি আই নিয়ে সুকান্তর ধমকি- চমকিকে ভয় পায় না তৃণমূল। ৩৪ বছরে বামফ্রন্ট কেও তিনি তোয়াক্কা করেননি। উলটে তারাই হুমকি- চমকি দিতে এসে জেল খেটেছিলেন। খোদ বিজেপির রাজ্য সভাপতি কে উদ্দেশ্য করে তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্রের এমন মন্তব্যে যথেষ্টই উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল অনান্য নেতৃত্বদের মধ্যে।