আলিপুরদুয়ার: ঝড়ে ক্ষতিগ্ৰস্তদের পাশে রাজ্য সরকার আছে। কিন্ত বিজেপি এই বিপদের সময় রাজনীতি করছে ক্ষতিগ্ৰস্থ এলাকায় গিয়ে রাজনীতি করছে বিজেপি এবং অনেক জায়গায় তারা বিক্ষোভের মুখে পড়েছে। বুধবার আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূল আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।
যদি ও এই বিষয়ে আলিপুরদুয়ার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জানান। কেন্দ্র থেকে আবাস যোজনা টাকা পাঠানো হয়েছিল কিন্ত গরীব মানুষের আবাসের ঘড় দেওয়া হয়নি যদি দেওয়া হত তাহলে এত ক্ষতি হত না বেশিরভাগ মানুষের ঘড় কাঁচা। মনোজ টিগ্গা জানান প্রশাসন থেকে শুধু ত্রিপল ও শুকনো খাওয়ার দেওয়া হয়েছে। অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে।