বাম- বিজেপির মনোনয়ন পর্ব কে ঘিরে অবরুদ্ধ বালুরঘাট শহর। রেল উন্নয়ন নিয়ে জয়ের স্বপ্ন সুকান্তর চোখে থাকলেও, বেকারত্ব দূরই মুল লক্ষ্য জয়দেব সিদ্ধান্তর
বালুরঘাট, ৩ এপ্রিল——- বাম বিজেপির নমিনেশন পর্বকে ঘিরে কার্যত অবরুদ্ধ বালুরঘাট শহর। বুধবার সকাল থেকেই যাকে ঘিরে আঁটোসাটো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল শহরজুড়ে। এদিন প্রথমেই শহরের যুবশ্রী মোড় এলাকা থেকে আর এসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তকে নিয়ে একটি সুসজ্জিত মিছিল করে বাম নেতাকর্মীরা, জমা দেন মনোনয়নপত্রও। এরপরে বেলা বাড়ার সাথে সাথে বিজেপির সুসজ্জিত মিছিল কে ঘিরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় বালুরঘাট শহর। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সঙ্গে নিয়ে মিছিলের পুরো ভাগে থেকে শহরবাসীকে হাত নাড়িয়ে ও হাত জোড় করে মনোনয়ন দাখিল করতে যান বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর সাথে এদিন পায়ে পা মিলিয়ে শহর পরিক্রমা করেন তার স্ত্রীও। তবে এই মনোনয়ন পর্বকে ঘিরে বাম ও বিজেপি কর্মী দের মধ্যে উচ্ছ্বাস যথেষ্টই চোখে পড়ার মতো ছিল। রেলউন্নয়ন কে হাতিয়ার করে বালুরঘাট কেন্দ্র থেকে নির্বাচন জয়ের স্বপ্ন সুকান্ত দেখলেও, বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হয়েছেন এই কেন্দ্রে।