রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী আজ ইসলামপুর পৌর এলাকায় ভোট প্রচারে আসেন । ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল ও জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাবেদা আক্তারকে সঙ্গে নিয়ে ইসলামপুরের প্রতিটি ওয়ার্ডে হুট খোলা জিপে ভোট প্রচারে বের হন। উনি বলেন ইসলামপুরের বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, যাবে ডাক্তার সহ ছাত্র যুব যেভাবে আমার সঙ্গে ভোট প্রচারে বের হয়েছে তাতে চারটি পিলারের বাড়িটিও খুব মজবুত হবে। উনি আরো বলেন প্রতিটি ওয়ার্ডে মানুষ যেভাবে উনাকে স্বাগত জানাচ্ছেন এবং উনার সাথে করমর্দন করছেন তাতে উনি পুরোপুরি আশ্বস্ত এবং বিশ্বাসের সহিত বলেন জয় উনার নিশ্চিত
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী আজ ইসলামপুর পৌর এলাকায় ভোট...