৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল আজ তার নিজের বিধানসভা কালিয়াগঞ্জ গুদরী বাজার লোকনাথ মন্দিরে পূজা দিয়ে ভোট প্রচার শুরু করলেন। আজ সারাদিন তিনি কালিয়াগঞ্জ বিধানসভার ভাণ্ডার অঞ্চল, অনন্তপুর অঞ্চল, ধনকৈল অঞ্চল, রাধিকাপুর অঞ্চল, বোচাডাঙ্গা অঞ্চলে হুডখোলা গাড়িতে চেপে রোড-শো করেন আবার কখন গাড়ি থেকে নেমে বয়স মানুষদের সাথে হাত মেলান ও প্রনাম করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল মন্দিরে পূজা দিয়ে ভোট...