শনিবার তপনে আসছেন মুখ্যমন্ত্রী, তার আগে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হল হেলিপ্যাড ট্রায়াল রান

0
221

শনিবার তপনে আসছেন মুখ্যমন্ত্রী, তার আগে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হল হেলিপ্যাড ট্রায়াল রান। পুলিশ কর্তার উপস্থিতিতে হেলিপ্যাড ট্রায়াল রান সফল হয় এদিন।
উল্লেখ্য শনিবার তপনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে তপনের বাঘইটে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সমস্ত রকমের প্রস্তুতি তুঙ্গে। হেলিপ্যাড তৈরির কাজ শেষ হতেই বুধবার সভাস্থলে হয়ে গেল হেলিপ্যাড ট্রায়াল রান। উপস্থিত ছিলেন তপন থানার আইসি জনমেরি ভি লেপচা, সিএম সিকিউরিটি সহ অন্যান্যরা। আকাশ পথে তপনের সভায় যোগ দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে হেলিপ্যাড তৈরির কাজ তৎপরতার সঙ্গে শেষ হতেই এদিন প্রথম ধাপের হেলিপ্যাড মহড়া হয়ে গেল। জানা যায় তপনের সভা সেরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here