আক্রান্ত প্রতিবাদী শিক্ষক, ঘটনায় গ্রেপ্তার দুই

0
369

শিলিগুড়ি:-

আক্রান্ত প্রতিবাদী।উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষককে বেধরক মারধোরের অভিযোগ উঠেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকায়।ঘড়ির কাটায় তখন রাত্রি ১২টা।পাশের বাড়িতে চলছিল উচ্চস্বরে ডিজের সাথে উদ্যম নাচ।সেই উচ্চ স্বরে চলা ডিজে বন্ধের আর্জি জানাতেই অনুষ্ঠান বাড়ির লোকেদের হাতে জোটে বেধরক মার।বর্তমানে ঐ প্রতিবাদী শিক্ষক শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।বুধবার জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে অধিক রাতে ডিজে চলার প্রতিবাদ করতে গিয়ে বেধরক মার খেতে হয় ঐ শিক্ষককে।অভিযোগ বুধবার রাত্রে শিলিগুড়ির ভক্তিনগর থানার আসিঘর আউটপোস্টের পঞ্চানন রোডের একটি অনুষ্ঠান বাড়িতে রাত বারোটার পরও ডিজে চলছিলো।সেই ডিজে বন্ধ করার অনুরোধ করতে যান এলাকারই বাসিন্দা পেশায় শিক্ষক অভিজিৎ সরকার।সেইসময় অনুষ্ঠান বাড়ির লোকেরা তার উপর হামলা করে বলেই অভিযোগ।তাকে বেধড়ক মারধোর করা হয়।এরপর এই শিক্ষকের বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন।সমস্ত ঘটনা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিজিৎ সরকার ও তার পরিবার।এত রাত্রে কিভাবে পুলিশ এবং প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্চস্বরে ডিজে বাজছিল তা নিয়ে প্রশাসনের দিকেই আঙ্গুল তুলছিলেন এলাকার বাসিন্দারা।অপরদিকে আহত ঐ শিক্ষক এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ।তদন্ত নেমে এই ঘটনায় আশিঘর আউটপোস্টের পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।ধৃতদের নাম অভিজিৎ সিংহ এবং মৃণাল সিংহ। ধৃত দুজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here