আলিপুরদুয়ার: শুক্রবার সকালে ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়ক মেইনরোডের ওপর দুটি গাড়ির সংঘর্ষে জখম গাড়ির চালক l জখম গাড়ির চালককে চিকিৎসার জন্য ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পথচারীরা l প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাক ও ছোট গাড়ির সংঘর্ষে ট্রাকটি এসএসবি ক্যাম্পের দিকে ঢুকে যায় এবং ছোট গাড়িটি এম বি এস টি সি স্টেশনের দিকে ঢুকে যায় l তবে এই দুর্ঘটনায় দুটি গাড়ি ক্ষতি হয়েছে l সকালে এই দুর্ঘটনাটি ঘটায় রাস্তা ফাঁকা থাকায় কারো কোন ক্ষতি হয়নি গাড়ির চালক ছাড়া l