পানীয় জলের দাবিতে ফের তপনের মদনাহারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার বিকেল পৌনে চারটা নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের ৬ নং তপন চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার এলাকায়। এদিন তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসিরা। উল্লেখ্য, গত ২২ মার্চ পানীয় জলের দাবিতে মদনাহার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন ওই গ্রামের বাসিন্দারা। ট্যাঙ্কারে করে জল পাঠানো হবে, ব্লক প্রশাসনের এমন আশ্বাসে সেদিন অবরোধ তুলে নিয়েছিলেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, সেদিনের পর কয়েকদিন জল পাঠানোর পর, জল পাঠানো বন্ধ করে দেওয়া হয় । প্রতিবাদে এদিন পথ অবরোধ শুরু করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। যদিও ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তপন থানার মেজোবাবু অঙ্গোত কুমার দাস সহ তপন থানার পুলিস প্রশাসন। বাসিন্দাদের সঙ্গে কথা বলে ১৫ মিনিটের মধ্যে অবরোধ তুলে দেয় পুলিশ।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পানীয় জলের দাবিতে ফের তপনের মদনাহারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের