প্রচুর কফ শিরাপ ও নেশা টেবলেট সহ দুজনকে গ্ৰেফতার করল কালচিনি থানার পুলিশ

0
126

প্রচুর কফ শিরাপ ও নেশা টেবলেট সহ দুজনকে গ্ৰেফতার করল কালচিনি থানার পুলিশ। গোপন সুত্রে খবরের ভিত্তিতে কালচিনি পুলিশ কোচবিহার থেকে বাইকে করে আসা কোচবিহার নাটাবাড়ি বাসিন্দা অনূপ পাল ও মজিরুল মিঞাকে আটক করে। তাদর কাছ থেকে প্রচুর নেশার টেবলেট ও কফশিরাপ উদ্ধার হয়। দুজনের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা রুজু করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here