ফের পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

0
249

ফের পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক।

শিলিগুড়ি:-

নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই রাজ্যে বারছে অসামাজিক কাজের মাত্রা।বিশেষ করে উত্তর-পুর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলায় বেরেছে এর প্রবনতা।মাদকের পাশাপাশি আগ্নেয়াস্ত্র মাঝে মধ্য মেলায় চিন্তার ভাজ প্রশাসনিক মহলে।কোথা থেকে কিভাবে আসছে এই অবৈধ সামগ্রি,তা নিয়ে উঠছে প্রশ্ন।বৃহস্পতিবার এমনই এক যুবককে পিস্তল ও দুটি কার্তুজ সহ গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।গোপন সুত্রের ভিত্তিতে শিবমন্দির রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশান্ত বাগচি নামে এক ২৫ বছরের যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়।জানা গেছে ধৃত যুবক শিবমন্দিরের বাসিন্দা।কি উদ্যশ্যে পিস্তল নিয়ে সে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here