মালদা, ৫ এপ্রিল,
মালদার মানিকচক গঙ্গারঘাটের – পর এবার ভূত্নীর গঙ্গা ঘাটে দেখা মিলল আস্থা এক কুমির । কুমির দেখাকে কেন্দ্র করে আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো ভূত্নীর গঙ্গার বস্তি এলাকায় মানুষদের মাধ্যে। উত্তর চন্ডিপুর অঞ্চলের।ভূত্নীর কেশবপুর শুকসেনা, নরবার জায়গীর এলাকায় নদীতে কুমির জলের মধ্যে দাপিয়ে বেড়াতে দেখা যায়। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে আতঙ্কের তৈরি হয় বলে জানা গেছে।