অসম-বাংলা সীমানায় উদ্ধার হল ২৩ লক্ষাধিক টাকার জাল নোট

0
154

কোচবিহার

লোকেশন :- বক্সিরহাট

অসম-বাংলা সীমানায় উদ্ধার হল ২৩ লক্ষাধিক টাকার জাল নোট। শুক্রবার রাতে বক্সিরহাট পুলিশের অধীন সংকোশ এলাকায় অসম নম্বরের একটি গাড়িকে পাকড়াও করে তল্লাশি চালায় বক্সিরহাট পুলিশের একটি দল। সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে জাল ৫০০ টাকার নোট। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা ৪৬টি আসল ৫০০ টাকার নোট। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছত্তিশগড়ের দুই যুবক সহ অসমের বাসিন্দা গাড়ির চালককে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের কারণে অসম-বাংলা সীমানায় বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। জায়গায় জায়গায় চলছে দিন-রাত পুলিশের নাকা চেকিং। শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বক্সিরহাট সংলগ্ন সংকোশ এলাকায় একটি অসম নম্বরের গাড়ি আটক করে তল্লাশি চালায়।গাড়িতে থাকা একটি ব্যাগের ভিতরে গিফট প্যাক দেখে সন্দেহ হয় পুলিশের। প্যাকেটটি খুলতেই দেখা যায় সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। পরে নোট গুলি পরীক্ষা করতেই দেখা যায় সব নোটই জাল। সেখানে মোট ৪হাজার ৭১৩টি জাল ৫০০ টাকার নোট ছিল। মোট নোটের পরিমান ২৩ লক্ষ ৫৬ হাজার টাকা।এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে ছত্তিশগড়ের দুই বাসিন্দা সঞ্জীব কুমার ও দূর্গাপ্রসাদ নিশাদকে। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক কোচবিহার পুন্ডিবাড়ির বাসিন্দা অভিজিৎ দত্তকে। উদ্ধার হয়েছে ৪৬টি আসল ৫০০ টাকার নোট। ধৃতরা অসম থেকে এসে অন্য কোনও রাজ্যে জাল টাকা পাচারের পরিকল্পনা করেছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের শনিবার তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করে ১৫ দিনের পুলিশ হেফাজত চাইলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানান সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here