মালদাঃ—আগুনে পুড়ল
তিন ভাইয়ের ঘর।ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকোন্দা গ্রামে।আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার।তবে দমকল কর্মীদের অভিযোগ,ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলেছিল।তাই তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়।আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস,পবিত্র দাস ও কংস দাস।স্থানীয় সূত্রে জানা যায়,এদিন বিকেলে হটাৎ করে বাবলু দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসে।ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে।দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়।পড়নে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা।আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র,কাপড়চোপড় ও দানাশস্য সহ নগদ টাকা ও অলঙ্কার।ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন,’আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না।তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথম আগুন ছড়ায়।আগুনে পুড়ে গেছে আমার শশা বিক্রি করে রাখা ৭০ হাজার টাকা,ভাই বাবলু দাসের ২০ হাজার ও কংস দাসের ৪০ হাজার টাকা।কংস দাস কয়েকদিন আগে ওই ৪০ হাজার টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল।তবে আগুনে কেউ হতাহত হয়নি।ক্ষতিগ্রস্ত কংস দাস বলেন,’দমকল কে ফোন করা সত্ত্বেও সঠিক সময়ে দমকল ইঞ্জিন পৌঁছায়নি।তাই আমাদের এতো বড় ক্ষতি হয়ে গেল।’তুলসীহাটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন,’আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলেছিল।তাই দমকলের একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুর চলে যায়।সেখান থেকে ঘুরে তারপর ঘটনাস্থলে পৌছায়।এতে একটু দেরি হয়ে যায়।