শিলিগুড়ি:-
বিজেপির সঙ্গ ছেড়ে এবার তৃণমূলের প্রতিশ্রুতিতে ভর করে আসন্ন লোকসভায় ঘাসফুল শিবিরকে সমর্থন জানাতে চলেছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।তবে তৃণমূলেত নির্বাচনী ইস্তেহারে যদি তাদের কথা তুলে না ধরা হয় সেক্ষেত্রে নোটায় ভোট পড়বে রাজবংশী জনজাতির।সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন গ্রেটারের নেতৃত্বরা।১৯-র লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ছিল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।তবে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চলেছে সংগঠন।সদস্যদের কথায়,রাজ্যের তরফে প্রতিশ্রুতি মিলেছে।১২ তারিখ স্পষ্ট হবে নির্বাচনী ইস্তেহারে।তবে যদি তৃণমূলের তরফেও প্রতারণা হয় সেক্ষেত্রে নোটায় ভরসা রাখবে রাজবংশী সম্প্রদায়,মন্তব্য সংগঠনের মুখপাত্র নিপক কুমার বর্মণের