নমিনেশন পর্ব শেষ হতেই সাংবাদিক বৈঠক বালুরঘাটে । জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের নিয়ে সাংবাদিক বৈঠক জেলা শাসকের ।
নমিনেশন পর্ব শেষ হতেই সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন আধিকারিক বিজিন কৃষ্ণা । সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনিক ভবনের একটি মিটিং হলে জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন জেলা শাসক । সাংবাদিক বৈঠকে উঠে এসেছে নির্বাচনী প্রচার নিয়ে চাঞ্চল্যকর তথ্য । রাজনৈতিক দলগুলি নিয়ম ভেঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে তাঁদের প্রচার চালিয়েছে । এমন ঘটনায় ইতিমধ্যে প্রায় চারশোটি অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে । যেগুলি অতিতৎপরতার সাথে সমাধানও করা হয়েছে । এছাড়াও নির্বাচন পরিচালনায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছেন জেলা নির্বাচন আধিকারিক । প্রশাসন সূত্রের খবর, বালুরঘাট লোকসভা আসনে লড়াইএর জন্য মোট তেরো জন প্রার্থী তাঁদের মনোনয়ন জমা করিয়েছেন । এদিন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন । এবারে জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন, যাদের মহদ্যে নতুন ভোটার রয়েহে ২৩৭৯০ জন । এবারে মোট পুরুষ ভোটার রয়েছে ৭ লক্ষ ৯৮ হাজার ২১৭ জন, মহিলা ভোটার ৭ লক্ষ ৬৩ হাজার ৬৬৮, বয়স্ক ভোটার রয়েছেন ১০৪৭, এবারে পোস্টাল ব্যালটএ ৭৩৫ জন এবং বাড়িতে ভোট দানের ব্যবস্থা করা হয়েছে প্রায় ৩৩৪ জনের, যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য বাড়িতে গিয়ে ভোটদানের ব্যবস্থা করবে প্রশাসন বলে জানিয়েছেন জেলা শাসক ।