কালিয়াগঞ্জ একসময় কংগ্রেসের দখলে ছিল। পুনরায় কংগ্রেসের দখলে বিভিন্ন এলাকায় আনতে সাধারণ মানুষ কংগ্রেসের সঙ্গ দিচ্ছে। তাই পুনরায় কালিয়াগঞ্জ কংগ্রেস দখল করে প্রিয়রঞ্জনের ঘাটি তা আবার প্রমান করা হবে। মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরুর আগে সাংবাদিকদের মুখুমুখি হয়ে আমন আশাই প্রকাশ করলেন রায়গঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ (ভিক্টর)। মঙ্গলবার তিনি প্রথমে কালিয়াগঞ্জে বাম ও কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে শহরের তালতলা এলাকায় অবস্থিত কংগ্রেস কার্যালয় থেকে পায়ে হেটে ভোট প্রচার শুরু করেন এদিন তিনি কালিয়াগঞ্জে পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজারে ভোট প্রচার করেন। এরপর হুড খোলা গাড়িতে করে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারের উদ্দেশ্যে রওনা দেন। এদিন ভোট প্রচারে সাথে ছিলেন কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সভাপতি তুলসি জসওয়াল, কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত, কংগ্রেস নেতা প্রভাস সরকার বাম নেতা দেবব্রত সরকার,পুলক কুন্ডু সহ অন্যরা উপস্থিত ছিলেন।