মালদা,
মালদার গাজোলে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য
জানা যায় বালুরঘাট থেকে কলকাতা গামী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজোলের সৈয়দপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ।রেল পুলিশ মৃতদেহী উদ্ধার করে নিয়ে যায়। রেল পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম দেবজিৎ রঞ্জন রুদ্র। বয়স প্রায় ৫৯ বছর। আরো জানা যায় মৃত ব্যক্তি বালুরঘাটের বাসিন্দা ,তিনি তৃণমূল কংগ্রেস বালুরঘাটের পুরসভা যুব তৃণমূলের সভাপতি ছিলেন।
মৃত ব্যক্তির প্রতিবেশী বিমল সাহা জানিয়েছেন, দেবজিৎ রঞ্জন রুদ্র পারিবারিক বিবাদের জেরে গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলো তারপরে পরিবারের লোকজনেরা মিসিং ডাইরি করে বালুরঘাট থানায়।মঙ্গলবারে বালুরঘাট আইসি সূত্রে খবর পান ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে।গাজোলের সৈয়দপুর এলাকা থেকে বডি উদ্ধার হয়েছে।
পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রেল পুলিশ বালুরঘাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সেখানেই মর্গে ময়না তদন্ত করা হবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মালদার গাজোলে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য