কোচবিহারের পাঁচ তালতলা এলাকায় চার বছরের কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী মা

0
177

কোচবিহারের পাঁচ তালতলা এলাকায় চার বছরের কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী মা। পাওয়া গেছে সুইসাইড নোট। পুলিশ জানিয়েছে সায়ন্তিকা সরকার ৪ বছর বয়স তাকে বালিশ চাপা দিয়ে খুন করে আত্মঘাতী হন মা সোমা সরকার।। স্বামী মানিক সরকার বাড়িতে থাকেন না। মানসিক অবসাদ এর জুড়ে এই আত্মহত্যা বলে দাবি পুলিশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here