কোচবিহারের পাঁচ তালতলা এলাকায় চার বছরের কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী মা। পাওয়া গেছে সুইসাইড নোট। পুলিশ জানিয়েছে সায়ন্তিকা সরকার ৪ বছর বয়স তাকে বালিশ চাপা দিয়ে খুন করে আত্মঘাতী হন মা সোমা সরকার।। স্বামী মানিক সরকার বাড়িতে থাকেন না। মানসিক অবসাদ এর জুড়ে এই আত্মহত্যা বলে দাবি পুলিশের।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কোচবিহারের পাঁচ তালতলা এলাকায় চার বছরের কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী মা