জেলার মানুষকে হতাশ করেছেন অমিত শাহ! স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষে সাংবাদিক বৈঠক করে বললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী। সুকান্তর নাম উচ্চারণ নিয়েও কটাক্ষ বিপ্লবের

0
279

জেলার মানুষকে হতাশ করেছেন অমিত শাহ! স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষে সাংবাদিক বৈঠক করে বললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী। সুকান্তর নাম উচ্চারণ নিয়েও কটাক্ষ বিপ্লবের

বালুরঘাট, ১০ এপ্রিল —— সীমান্তবর্তী জেলায় ভোট প্রচারে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু সীমান্ত সমস্যার কোন সমাধান নেই । হতাশ দক্ষিণ দিনাজপুর জেলাবাসী । কর্মসংস্থানের দিশা না দেখিয়ে সিএএ ইস্যু তুলে কর্মীসমর্থকদের হাততালি কুড়িয়েছেন শাহ । এদিন বুনিয়াদপুরে অমিত শাহের সভার শেষে বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে এভাবেই তোপ দাগলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । তাঁর অভিযোগ, শিল্পহীন জেলায় কর্মসংস্থানের কোনও দিশা দেখাতে পারেননি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী । বুনিয়াদপুর রেল ওয়াগান ফ্যাক্টরি, এয়ারপোর্ট সহ জেলার মানুষের জন্য কোনও বিষয়েও কিছুই বলেননি তিনি । এমনকি নিজের দলের প্রার্থীর নাম, জায়গার নামই ঠিকঠাক জানেন না অমিত শাহ বলেও অভিযোগ করেছেন বিপ্লব মিত্র। এছাড়াও মোদীর সাথে অমিত শাহের যোগাযোগ নেই বলেও কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী । আর যে কারণেই মোদী রাজ্যে ৪২ আসনের পক্ষে গলা ফাটালেও অমিত শাহ বলেছেন ৩০ আসনের কথা । যা নিয়েও কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here