শিলিগুড়ি:-
ফের বিস্ফোরক কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে এবার বিদায়ী সাংসদ রাজু বিস্তা সহ বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।শুধু তাই নয়।কেন্দ্র সরকার নিজের প্রতিশ্রুতি পূরণ না করাতেই রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।এবারের লোকসভা নির্বাচনে “সেফটিপিন” চিহ্নে লড়ছেন বলে জানান তিনি।তবে অভি্যোগ এখানেই শেষ নয়।রাজু বিস্তার বিরুদ্ধে পাহাড়ে পানীয় জল প্রকল্পে বড়সড় দূর্নীতিরও অভিযোগ এদিন তিনি তুলেছেন।পাশাপাশি দার্জিলিংয়ের সংগঠনে নিজের ক্ষমতা বজিয়ে রাখার জন্য গোটা সংগঠনকেই টুকরো টুকরো করে দিয়েছেন রাজু বিস্তা।