মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার আহত হয়েছেন এক বাইক আরোহী

0
165

মালদা-মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার আহত হয়েছেন এক বাইক আরোহী। মর্মান্তিক কত দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত পলিটেকনিক কলেজের সুলতানপুর রাউতপাড়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম অনিতার আউট বয়স আনুমানিক ৪৫ বছর পরিবারের রয়েছে স্বামী কালীচরণ রাউত। আহত হয়েছেন মোটরবাইক আরোহী সেনাউল শেখ তার বাড়ি বাগবাড়ি বাঁধ এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে আরও জানা যায় সানাউল শেখ মোটরবাইক চালিয়ে মালদা শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিল।। সেই সময় অনিতারাও ওই মহিলা রাস্তা পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি অনিতা রাউত নামে ওই মহিলাকে সজরে ধাক্কা মারে। দুজনকেই তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরী বিভাগেই অনিতা রাউত নামে ঐ মহিলাকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসকেরা। কোনদিকে মোটরবাইক আরোহী গুরুতর আহত হাওয়াই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here