সাংসদ তহবিলের অর্ধেক টাকা খরচই করতে পারেনি সুকান্ত ! হিলির পথ সভা থেকে কটাক্ষ বাবুল সুপ্রিয়োর

0
164

সাংসদ তহবিলের অর্ধেক টাকা খরচই করতে পারেনি সুকান্ত ! হিলির পথ সভা থেকে কটাক্ষ বাবুল সুপ্রিয়োর । তুলে ধরলেন বাঙালীদের প্রতি কেন্দ্রের ঘৃণা মনোভাবও।

সাংসদ তহবিলের অর্থ খরচ নিয়ে সুকান্তকে কটাক্ষ বাবুলের । শুক্রবার বিকেলে হিলির ত্রিমোহিনীতে একটি পথ সভায় বক্তব্য রাখবার সময় শিক্ষক সুকান্তর প্রশংসা করে সাংসদ সুকান্তকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় । তাঁর অভিযোগ, সাংসদ থাকাকালীন সময়ে তাঁর তহবিলের অর্ধেক অর্থও খরচ করতে পারেনি । এদিন ত্রিমোহিনী ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে বক্তব্য রাখবার সময় পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, তাঁর বরাদ্দ ১৭ কোটি ৮৫ লক্ষ টাকার মধ্যে খচর করতেই পারেনি ৮ কোটি ৩৭ লক্ষ টাকা । শুধু পরিসংখ্যানই নয়, সাংসদ হিসাবে তাঁর তুলে ধরা এক কিলোমিটার রাস্তা নির্মাণ ও সোলার লাইটের সংখ্যা না উল্লেখ করা নিয়ে জোড় কটাক্ষ করেছেন সুকান্তকে । একই সাথে বাঙালীদের প্রতি কেন্দ্রের ঘৃণা মনোভাবের কথাও তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে জোর কটাক্ষ করেছেন রাজ্যের এই মন্ত্রী । এদিন বাবুল সুপ্রিয়োর সাথে এই পথ সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরিশ সরকার, হিলি ব্লক সভাপতি মিহির সরকার সহ ওই ব্লকের সমস্ত তৃণমূল নেতৃত্বরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here