প্রধানমন্ত্রী সভায় ঝাড়খণ্ড,বিহার,কোচবিহার থেকে লোক এনে মাঠ ভরাবে । তপনে কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবে বিজেপিকে খোঁচা মারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র

0
158

তপন : প্রধানমন্ত্রী সভায় ঝাড়খণ্ড,বিহার,কোচবিহার থেকে লোক এনে মাঠ ভরাবে। তপনে কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবে বিজেপিকে খোঁচা মারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র।
চৈত্র সংক্রান্তির দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে তপনের দন্ডিগ্রাম বাদ সনকইরে ভোট প্রচারে যান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। প্রচার শুরুর আগে বাদ সনকইরের প্রাচীন দুর্গা ও শিবমন্দিরে আরতী করে পুজো দেন বিপ্লব বাবু। এরপর কর্মীসভা করেন। শুরুতেই পাঁচটি অঞ্চলের অঞ্চল সভাপতি,প্রধান,উপপ্রধানদের কাছ থেকে এলাকার বুথ গুলির খবর নেন। এদিনের সভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমজাত মন্ডল,জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম,তপন ব্লক (তপন বিধানসভা) সভাপতি সুব্রত ধর প্রমুখ।
বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন,বিজেপি সর্বনাশা দল ক্ষমতায় এলে জমির মালিকের চাষ করার অধিকার টুকু থাকবে না। জমিতে ফসল ফলাতে পারবে না। বড়লোকের কাছে বাধা হয়ে যাবে। কিছু ব্যবসায়ীর হাতে তুলে দেবে।তিনি বলেন বিজেপির একটা অংশ সুকান্তকে হারাতে চাইছে। বুনিয়াদপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সভা প্রসঙ্গ তুলে ধরে বলেন বিজেপির বিজেপির দুই নম্বর নেতা বুনিয়াদপুরের পাথরঘাটায় সভা করেছে। কিন্তু সেই সভায় মাত্র ৮ হাজার থেকে ১০ হাজার মানুষ হয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে বিজেপির প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে। তিনি বলেন বালুরঘাটে রেল স্টেশনে মাঠে সভা করবে প্রধানমন্ত্রী। সেখানে ঝাড়খণ্ড,বিহার,এবং অন্যান্য জেলা থেকে লোক এনে মাঠ ভরানোর চেষ্টা করবে। সেটা দেখিয়ে প্রচার করার চেষ্টা করবে।
অপর দিকে তপনের করদহে কর্মীসভা করেন বিপ্লব মিত্র। করদহের সভায় বিপ্লব বাবু ছাড়াও বক্তব্য রাখেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র,রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস,তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা ) সভাপতি সমীর রাহা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here