পুরনো জমিকে নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাকাও গ্রামে। টেপা গাও গ্রামে এখনো এই জমি নিয়ে উত্তেজনা টানটান রয়েছে ।জানা গেছে ওই জমির বিবাদ চলছে অনেকদিন ধরেই। জমি সংক্রান্ত সমস্ত ব্যাপারই ইসলামপুর কোর্টের তত্ত্বাবধানে রয়েছে। তবে দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ চললেও ঘটনাস্থলে দাসপাড়া পুলিশ পোস্টের পুলিশ ঘটনায়স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।তবে একপক্ষের দাবি যে জমির কেস চলছে কোর্টে তা সত্ত্বেও জমিতে চাষ করা হলো কেন। যদিও বিরোধীপক্ষ জানান যে তারা অর্ডার সিট পেয়েছে। তবে এ ব্যাপারে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিফুল রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন শুনেছি যে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটিr পাশাপাশি মারপিট হয়েছে দুই পক্ষের মধ্যে একাধিক জন আহত হয়েছেন বলে জানান। তিনি । তবে এই জমির বিচার রয়েছে ইসলামপুর কোর্টের কাছে। তাই এ জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি কিছু বলতে পারছিনা । যা বলবে কোট বলবে। তবে তিনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয়পক্ষকে আহ্বান জানিয়েছেন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর পুরনো জমিকে নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর...