জয় শ্রীরাম না বলার অপরাধ! হিলিতে মাথা ফাটলো তৃণমূলের পোলিং এজেন্টের

0
96

জয় শ্রীরাম না বলার অপরাধ! হিলিতে মাথা ফাটলো তৃণমূলের পোলিং এজেন্টের। আতঙ্ক তিওড়ের সাহাপুর গ্রামে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ এপ্রিল ——– জয় শ্রীরাম না বলার অপরাধ! তৃণমূলের পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আতঙ্ক এলাকায়। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার হিলি ব্লকের সাহাপুর গ্রামে। ঘটনার পরেই রক্তাক্ত বাবলু দাসকে ভর্তি করা হয়েছে হিলি গ্রামীণ হাসপাতালে। দায়ের করা হয়েছে একটি লিখিত অভিযোগও। এদিকে এই ঘটনাকে নিন্দনীয় ব্যাখ্যা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বলে হুশিয়ারি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। পালটা তোপ বিজেপির মন্ডল সভাপতিরও। তাদের দাবি এসব ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি।

পুলিশ ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে দুধ কিনবার জন্য বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন পেশায় রাজমিস্ত্রী তথা তৃণমূলের পোলিং এজেন্ট বাবলু দাস। অভিযোগ যে সময়ই তার পথ আটকায় রঞ্জিত সরেন নামে এক ব্যক্তি। অশ্লীল ভাষায় গালিগালাজ করবার পাশাপাশি বিজেপিকে ভোট দেবার দাবি জানিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে বলেন ওই অভিযুক্ত ব্যক্তি বলেও অভিযোগ। যার প্রতিবাদ করাতেই বাবলু দাস নামে তৃণমূলের ওই পোলিং এজেন্টকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে রঞ্জিত সরেন নামে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে। যে ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় তিওড়ের সাহাপুর এলাকায়। ঘটনার পরেই রক্তাক্ত বাবলু দাস কে স্থানীয়দের তৎপরতায় নিয়ে যাওয়া হয় হিলি গ্রামীণ হাসপাতালে। যেখানে চিকিৎসার পরেই অভিযুক্ত রঞ্জিত সরেনের বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত তৃণমূলের পোলিং এজেন্ট। এদিকে এই ঘটনার পরেই রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই তৃণমূল পোলিং এজেন্টের পরিবারে। তার মেয়ে রুনু দাসের অভিযোগ, রামের পুজো তারাও রোজ বাড়িতে করেন। কিন্তু তাই বলে রাস্তাঘাটে রামের ধ্বনি দিতে না চাইলে তাকে মারধর করা হবে, এমন অরাজকতা পরিস্থিতি এর আগে আর কখনও তৈরি হয়নি। যদিও ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক রয়েছে ওই অভিযুক্ত। এদিকে এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও মারাত্মক ট্রেন্ড বলে ব্যাখ্যা করেছেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তার অভিযোগ, রাস্তায় লোকজনকে আটকে ভয়ভীতি প্রদর্শন করে বিজেপি সাধারণ মানুষের কাছ থেকে জোর করে ভোট আদায় করতে চাইছে। যার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা। যদিও এই ঘটনা নিয়ে পালটা তৃণমূলের উপরেই দোষ চাপিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূলই এসব করাচ্ছে। বিজেপি হিংসার রাজনীতি বিশ্বাসী করে না।

আহত তৃণমূলের পোলিং এজেন্ট বাবলু দাস বলেন, দুধ কিনতে বাজারে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় পথ আটকে রঞ্জিত সরেন ও তার দলবল তাকে অশ্লীল ভাষায় কথা বলে বিজেপিকে ভোট দেবার কথা বলে। শুধু তাই নয় জয়শ্রীরাম শ্লোগান দেবার কথা বলা হয় তাকে। যার প্রতিবাদ করতেই প্রথমে চড়, কিল ঘুষি এবং তারপরে বাশের লাঠির আঘাতে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনা জানিয়ে হিলি থানার দারস্থ হয়েছেন তিনি। অভিযুক্তর দৃষ্টান্ত মুলক শাস্তি চান তিনি।

আহত বাবলু দাসের মেয়ে রুনু দাস বলেন, রামের পুজো তারাও বাড়িতে করেন। কিন্তু তাই বলে রাস্তাঘাটে মানুষকে আটকে জয়শ্রীরাম শ্লোগান দিতে হবে আর তা নাহলে মারধর করা হবে। এমন অরাজকতা পরিস্থিতি এর আগে আর কখনও তৈরি হয় নি।

বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে জোর করে জয় শ্রীরাম বলিয়ে ভোট নিতে চাইছে বিজেপি। যা অত্যন্ত ভয়ঙ্কর ট্রেন্ড। এর বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন।

বিজেপির হিলি মন্ডল সভাপতি জয়ন্ত মহন্ত বলেন, এগুলো তৃণমূলই তাদের ক্যাডারদের দিয়ে চক্রান্ত করছে। বিজেপি এসব ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাসী নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here