তৃণমূলের পতাকা পুড়িয়ে ফেলেছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

0
56

তৃণমূলের পতাকা পুড়িয়ে ফেলেছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। পাল্টা অভিযোগ বিজেপির।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ৩ নম্বর ওয়ার্ড কর্টমোর এলাকার ঘটনা। পুরাতন কোর্টের পাস দিয়ে এই রাস্তায় ঢুকে বের হয় বিজেপির পার্টি অফিসের সামনে দিয়ে বিবেকানন্দ শিশু উদ্যান পার্কের সামনে। সেই রাস্তায় লাগানো রয়েছে তৃণমূল ও বিজেপির পতাকা। শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ দুইটি তৃণমূলের পতাকায় কেউ বা কাহারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সুব্রত পাল জানিয়েছেন আমরা বাড়ির বাইরে কাজ সূত্রে ছিলাম সেই সময় কেউ বা কাহারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাওয়া। সেখানেই ছিল বাড়ীর মালিকের গুদাউন ঘর, কোনো রকমে গুড়াউন ঘরে আগুন লেগে বড়োসড়ো ক্ষতিগ্রস্ত হতো বাড়িওয়ালার। পুরো ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন কালাম সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ বুনিয়াদপুর শহর মণ্ডলের সভাপতি বিপ্লব মহন্ত সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এছাড়াও বুনিয়াদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পোস্টার ছিড়া ও দেওয়াল লিখনে গোবরের ছাপ দিয়েছে কেউ বা কাহারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন।

বাড়ি ওয়ালা সুব্রত পাল জানিয়েছে শনিবার সন্ধ্যা 5 নাগাদ স্ত্রী মেয়ে কে নিয়ে টিউশনে গিয়েছিল তখন পতাকা ভালই ছিল সন্দে ৮ টা নাগাদ বাড়ি ফেরার পথে পতাকা গুলি পুরনো রয়েছে। যদি আমার গুডাউনে আগুন লেগে গেলে প্রচুর ক্ষতি গ্রস্ত হতো।

এই বিষয়ে বুনিয়াদপুর শহর তৃণমূলের সভাপতি বিপ্লব মহন্ত জানিয়েছেন আমাদের শহরে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এরকম ভাবে বিজেপি বুনিয়াদপুর শহরকে উত্তপ্ত করার চক্রান্ত করছে। আমরা চাই এরকম ঘটনা করে কোনো লাভ নেই প্রশাসন কে বিষয়টি দেখবার আবেদন জানাই।

এই বিষয়ে বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন কলম সরকার জানিয়েছেন আমরা এরকম নোংরা রাজনীতি করিনা। খুব খারাপ লাগছে এরকম ভাবে বেছে বেছে তৃণমূলের পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে, তার পাশেই ভালো রয়েছে বিজেপির পতাকা। প্রশাসন পুরো ঘটনা খতিয়ে দেখছে।

এই বিষয়ে বুনিয়াদপুর শহর মণ্ডলের বিজেপি সভাপতি ডিপেশ বসাক জানিয়েছেন আমরা এমনিতেই ১ লক্ষ ভোট জিতবি। এরকম ঘটনা ঘটানোর সময় আমাদের কর্মীদের নেই। তৃণমূল নিজে তাদের পতাকা পুড়িয়ে দিয়েছে আর আমাদের দোষারোপ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here