বিপ্লব মিত্রের হাত ধরে তপনের সুরসুরি হাটে আরএসপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন ১৩ টি পরিবার।
শনিবার সন্ধ্যায় রামপাড়া চেঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিপ্লব মিত্রের সমর্থনে সুরসুরি হাটে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেখানে হাজির হয়ে বক্তব্য রাখেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। সভা শেষে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তপনের রামপাড়া চ্যাঁচড়া কংগ্রেস ও বিজেপি থেকে ১৩ টি পরিবার তৃণমূলে যোগদান দেন বলে দাবি। নবাগতদের হাতে দলী। পতাকা তুলে দেন বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, তপন ব্লক তৃণমূল সভাপতি সমীর রাহা,রামপাড়া চ্যাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনসার আলি আরো অনেকে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বিপ্লব মিত্রের হাত ধরে তপনের সুরসুরি হাটে আরএসপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল...