কোচবিহার
কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রমনিকের এর কনভয় পরীক্ষা করলো পুলিস। এদিন দিনহাটা তে নাকা চেকিং এর সময় কনভয় পরীক্ষা করা হয়। উপস্থিতি ছিলেন দিনহাটার এস ডি পি ও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধি । তবে কিছু পাওয়া যায়নি ।তবে এই চেকিং নিয়ে দীর্ঘক্ষণ বাঁধ বিতান্ডাও চলে নিশীথ প্রামানিকের সাথে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রমনিকের এর কনভয় পরীক্ষা করলো...