পানীয় জলের দাবিতে তপনের লস্করহাটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাটে তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ শুরু করেন এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, আউটিনা গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর জল সরবরাহ প্রকল্পের জল উত্তোলন কেন্দ্র-১ থেকে লস্করহাটসহ পার্শ্ববর্তী এলাকায় ট্যাপের মাধ্যমে জল পরিষেবা দেওয়া হতো। পার্শ্ববর্তী এলাকায় অনেক আগেই জল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে এবং সম্প্রতি লস্করহাটের ট্যাপের পয়েন্ট গুলিতেও জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে পানীয় জলের দাবিতে তাই এদিন বিষ্ণুপুর জল সরবরাহ প্রকল্পের জল উত্তোলন কেন্দ্র -১ এ তালা ঝুলিয়ে, লস্করহাটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। দুপুর ১২টা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। অবরোধকারী বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তাঁরা। এবিষয়ে অবরোধকারী এক বাসিন্দা বলেন
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পানীয় জলের দাবিতে তপনের লস্করহাটে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের।