যতই ভিড় বাড়ছে, মুখ্যমন্ত্রীর মাথা ততই খারাপ হয়ে যাচ্ছে, মন্তব্য মিঠুনের।

0
121

 

শিলিগুড়ি:-

জলপাইগুড়ির পর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্টের হয়ে প্রচারে আসলেন হিন্দি সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী।প্রচারে এসেই ঝড় তুললেন শহর শিলিগুড়িতে।বৃহস্পতিবার প্রধান নগরের বিস্তীর্ণ এলাকা খোলা জিপে প্রচার সারেন তিনি। আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রর দ্বিতীয় দফার ভোট।ইতিমধ্যে পাহাড় সমতল একাই সমর্থকদের নিয়ে নিবিড় প্রচার চালাচ্ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সংসদ রাজু বিস্ট।এবার শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বিস্টের হয়ে প্রচারের ঝড় তুলতে আসলেন মিঠুন চক্রবর্তী।প্রচারে উপস্থিত হয়ে মিঠুন চক্রবর্তী কুলাল ঘোষ প্রসঙ্গ উঠতেই তাকে “নর্দমা” বলে মন্তব্য করেন।পাশাপাশি তিনি জানান যেসব এলাকায় বিজেপির হয়ে তিনি প্রচার করেছেন,সেই সমস্ত জায়গার ফলাফলে বিজেপির পক্ষে হবে।দার্জিলিং লোকসভার ফলাফল নিয়েও জেতার ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here