শিলিগুড়ি:-
ভোটের কার্ড হাতে নিয়ে ভোট দিতে এসেছিলেন গোবিন্দ রায়,তার পরেই জানতে পারলেন তিনি মৃত।এমনই ঘটনা ঘটলো শিলিগুড়ির ৩৪নং ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে।জানা গেছে ভক্তিনগর এলাকার বাসিন্দা গোবিন্দ রায় নির্ধারিত সময়ে বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে ২৩৬নং বুথে ভোট দিতে আসেন।লাইনে দাঁড়িয়ে তিনি যখন বুথে ঢোকেন তখন জানতে পারেন তালিকায় তার নাম নেই।তিনি মৃত।।তবে প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি নিজের পায়ে হেঁটে ভোটার লাইনে আসেন সেই ক্ষেত্রে কি করে তিনি মৃত হতে পারেন।এদিন গোবিন্দ রায় বলেন,সকাল সকাল এসে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলাম।বুথে পৌঁছাতেই জানতে পারি তালিকা অনুযায়ী আমি মৃত।পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিয়েছে।যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিমল তফাদার বলেন,এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি।বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে।