আবারো বড়সড়ো চুরির ঘটনা ঘটলো কলকাতা মালদা গামী গৌড় এক্সপ্রেসে

0
183

Exclusive

মালদা:– আবারো বড়সড়ো চুরির ঘটনা ঘটলো কলকাতা মালদা গামী গৌড় এক্সপ্রেসে।যেটি জানা গেছে সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌড় এক্সপ্রেসে তিনি জানান এসি টু টায়ারে এ থ্রি কোচে তিনি উঠেন এরপর শিয়ালদা থেকে আসার সময় রাত সাড়ে ১১ টা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে ৫৮ নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকুড় ঢোকার মুখে কেউবা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল ও নগদ ৬৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান। ইতিমধ্যেই তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন । যদিও তার বক্তব্য তার সবকিছু যাতে উদ্ধার করে দেওয়া হয়। যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা টাউন স্টেশনের জিআরপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here