মালদা, ২০ এপ্রিল
আগামী ৭ই মে অনুষ্ঠিত হবে উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট। সেই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর সমর্থনে উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রথমে মালদার গাজোলের কলেজে ময়দানে এবং মালদার মানিকচকের এনায়েতপুর ফুটবল ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। প্রথমে গাজোলে হেলিকপ্টার থেকে নেমে আদিবাসী নৃত্যের মাধ্যমে মঞ্চে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিনের গাজোল কলেজ ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়,জেলা সভাপতি আব্দুর রহিম বকশি, প্রতিবন্ধী তাজমুল হোসেন, জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অনান্যরা।
পাশাপাশি এদিন মানিকচকের এনায়েতপুর ফুটবল ময়দানে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনেওয়াজ আলি রায়হান সহ অনান্যরা। এই দিনের জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।